পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর জামিল শেখ ও তাঁর মেয়ে নুসরাত জাহান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

গত সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডি থানাধীন ধানমন্ডি লেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি শাহিন মল্লিকের (৩৩) বাড়ি খুলনার দাকোপ থানা এলাকায়।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল পিপিএম জানান, অনৈতিক সম্পর্কের জেরে ২০১৭ সালের ২ নভেম্বর আসামি শাহিনের সহায়তায় অপর আসামি আরজিনা বেগম তাঁর স্বামী জামিল ও মেয়ে নুসরাতকে হত্যা করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়। বিচার শেষে ২০২৩ সালের ১৯ জুন তাঁদের মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর থেকে আসামি জামিল কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

তিনি জানান, তবে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা হয়। এই সুযোগে কারাগার থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান শাহিন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে তাঁকে গ্রেপ্তার করে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।