নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (২৮ অক্টোবর) রাতে সেনবাগ পৌরসভার দক্ষিণ অর্জুনতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি জাবেদ হোসেন ওরফে সালমানের (২২) বাড়ি ফেনীর দাগনভূঞা থানা এলাকায়।
ডিবি নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।