পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরের দিকে বেগমগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি নুর মোহাম্মদের (৫১) বাড়ি নোয়াখালীর সুধারাম থানা এলাকায়।

ডিবি নোয়াখালী জানায়, আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।