পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা আগ্নেয়াস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (২৮ অক্টোবর) রাতে কক্সবাজার পৌরসভার জেটিঘাট পল্টুন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, আসামিদের কাছ থেকে তিনটি দেশি পিস্তল ও একটি এলজি জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।