অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।

নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ কার্যক্রম সংশ্লিষ্টদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নির্দেশনা দেন পুলিশ সুপার। নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সুস্পষ্ট ধারণা দিতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন এবং নিয়োগ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগ পরীক্ষার আওতায় প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।