নোয়াখালী সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পাইপগান, একটি রামদা, দুটি ছুরিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ভোরে নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন পূর্ব চরমটুয়া ইউনিয়নের আবুল কালাম ওরফে কালন, মেহরাজ (৪৬), মো. লিটন (৩২), মো. সাদ্দাম (২৬) ও আবির মিয়া (১৮)।
সুধারাম থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।