পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে কক্সবাজার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. উমর ফারুক ও আবু বক্কর সিদ্দিক সাগর এবং তাঁদের সহযোগী ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার মনির সিকদার।

ডিবি ময়মনসিংহ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে উমর ফারুকের ময়মনসিংহ শহরের দিঘারকান্দা এলাকার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।