জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার এক গৃহবধূকে রক্ষা এবং মাদরাসা থেকে পালিয়ে যাওয়া এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ময়মনসিংহের ত্রিশাল থানাধীন দরিয়ারামপুর থেকে এক গৃহবধূ ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর স্বামী তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছেন। এমন অবস্থায় পুলিশের সহায়তা চান তিনি।
জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি ত্রিশাল থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালিশের মাধ্যমে গৃহবধূকে ঘরে পাঠিয়ে দেয়। একই সঙ্গে আইনি সহায়তা পেতে থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয় পুলিশ।
এদিকে রোববার সন্ধ্যায় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রাজধানীর রূপনগর থানাধীন ইস্টার্ন হাউজিংয়ের রাস্তায় একটি ১২ বছর বয়সী কিশোর কান্নাকাটি করছে, তবে নিজের ঠিকানা বলতে পারছে না।
জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে বিষয়টি রূপনগর থানা-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরকে থানায় নিয়ে আসে। খোঁজ নিয়ে জানা যায়, ওই কিশোরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। সে সোনাইমুড়ির একটি মাদরাসার ছাত্র। সম্প্রতি সেখান থেকে পালিয়ে ঢাকায় চলে আসে। খবর পেয়ে কিশোরটির এক আত্মীয় এসে তাঁকে নিয়ে যায়।