নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রূপগঞ্জ থানাধীন দিঘিবরাব এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকার মো. মুন্না (২৬) ও মো. আজগর আলী (২৭)।
ডিবি নারায়ণগঞ্জের উপপরিদর্শক (এসআই) শংকর সরকার জানান, রূপগঞ্জ থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।