চট্টগ্রাম নগরীতে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন হত্যাকাণ্ডে জড়িত আরেক আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা-পুলিশ।
গত শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে চান্দগাঁও থানাধীন অদূরপাড়া এলাকা থেকে আসামি মো. এমরানকে (১৯) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন অদূরপাড়ার জাগরণী ক্লাবসংলগ্ন দক্ষিণা বাড়ি এলাকায় বালু ব্যবসায়ী তাহসিনকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেন তাহসিনের বাবা।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার আসামি এমরান ভুক্তভোগীর অবস্থান সম্পর্কে হত্যাকারীদের তথ্য দিয়েছিলেন। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে ঘটনাস্থলের আশপাশে ঘুরাফেরা করতে দেখা গেছে।
এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের রাউজান থেকে আসামি মো. হেলাল (৩৫) এবং চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে মো. ইলিয়াছ হোসেন অপুকে (২৭) গ্রেপ্তার করা হয়।