পদোন্নতিপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেনকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। ছবি : বাংলাদেশ পুলিশ

পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

রোববার (২৭ অক্টোবর) কেএমপি হেডকোয়ার্টার্সে তাঁদের র‍্যাংক ব্যাজ পরানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত মো. শাওন বিশ্বাসকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। ছবি : বাংলাদেশ পুলিশ

তাঁরা হলেন কনস্টবল থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শাওন বিশ্বাস এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে উপপরিদর্শক (এসআই) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন।