সিরাজগঞ্জ সদর নৌ থানা-পুলিশের অভিযানে ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫৪ কেজি মাছ জব্দ করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) নৌ পুলিশ জানায়, সিরাজগঞ্জ সদর নৌ থানার আওতাধীন নদীতে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ১ কোটি ৫ লাখ টাকা এবং মাছের দাম ৬৭ হাজার ৫০০ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে আটক সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।