পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. জিল্লুর রহমান শেখকে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেনকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে বাড্ডা থানাধীন ডিআইটি প্রজেক্ট ৮ নম্বর রোডের নিজ দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে বাড্ডা থানা-পুলিশ।

বাড্ডা থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন জিল্লুর। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ হন জিল্লুর। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা করা হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, তদন্তের এক পর্যায়ে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।