পুলিশ কনস্টেবল ইরফান হোসেন ও জাহেদ নাবিদ। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রামে আলোচিত আমেনা বেগম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তবে তাঁর স্বামী দুবাইয়ে পালিয়ে গেছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) পিবিআই চট্টগ্রাম জানায়, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন পুলিশ কনস্টেবল ইরফান হোসেন (২৯) ও জাহেদ নাবিদ (৩০)।

পিবিআই চট্টগ্রাম জানায়, গত ৩ অক্টোবর আনোয়ারা থানা এলাকা থেকে গৃহবধূ আমেনার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা করা হয়। তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সাহায্যে ইরফান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জাহেদ নাবিদকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ভুক্তভোগীর স্বামী ইয়াছিন আরাফাত কয়েক দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে আমেনার সঙ্গে তাঁর দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে তাঁকে হত্যার পরিকল্পনা করেন ইয়াছিন। পরিকল্পনা অনুযায়ী আমেনাকে জাহেদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে হত্যা করে পালিয়ে যান আসামিরা।

পিবিআই চট্টগ্রাম জানায়, ভুক্তভোগীর স্বামী এরই মধ্যে দুবাইয়ে পালিয়ে গেছেন। গ্রেপ্তার দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।