রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরে একটি ভবনের ফ্ল্যাটে চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর থানা-পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি প্রকাশ ওরফে পকাকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী মো. সানিউল জাদীদ রিপন মিরপুরের পূর্ব মণিপুর এলাকার একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন। গত ২২ সেপ্টেম্বর সকালে তাঁর মা ঘুম থেকে উঠে দেখেন, শয়নকক্ষের জানালা খোলা এবং একটি ফোন গায়েব। এরপর তৃতীয় তলায় গিয়ে দেখেন, ফ্ল্যাটের দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। ভেতরে ঢুকে দেখেন, একটি অ্যাপল ওয়াচ, একটি এয়ারপড, এক জোড়া স্বর্ণের দুল, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ডসহ ৬৫ হাজার ৫০০ টাকা গায়েব। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মামলা করা হয়।
তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি প্রকাশকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় চুরির মোবাইল ফোন ও অ্যাপল ওয়াচ। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।