পুলিশি হেফাজতে হনুমান, প্রাইভেট কার ও আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

প্রাইভেট কারে তিনটি হনুমান পাচারকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা-পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে শাহ আলী থানাধীন মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মো. নজরুলের (৩৫) বাড়ি বাগেরহাটের শরণখোলা থানা এলাকায়।

শাহ আলী থানা-পুলিশ জানায়, মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ। শুক্রবার ভোরের দিকে সেখানে একটি প্রাইভেট কার থামানো হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় তিনটি হনুমান। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় আসামিকে।

প্রাথমিক জিজ্ঞাসবাদে আসামি জানান, মিরপুর ১১ নম্বরের মাহিম অ্যাকুরিয়াম বার্ড প্যালেসের মো. হাদিছ ওরফে নিরবের (৩২) কাছ থেকে এসব হনুমান সংগ্রহ করে চুয়াডাঙ্গায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামি নজরুলকে আদালতে সোপোর্দ করা হয়েছে। এ ছাড়া হনুমান তিনটিকে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে হস্তান্তর করা হয়েছে।