গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বাবু রোজারিও (৪০) হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গত শুক্রবার (২৫ অক্টোবর) নড়াইল সদর থানাধীন তুলারামপুর এলাকা থেকে আসামি লিঙ্কন রোজারিওকে গ্রেপ্তার করা হয়।
ডিবি গাজীপুর জানায়, সম্প্রতি বাবুর সঙ্গে আসামি লিঙ্কনের বাগবিতণ্ডা হয়। এর জেরে গত ১০ জুলাই বাবুকে ডেকে নিয়ে হত্যা করেন লিঙ্কন। এরপর অপহরণের নাটক সাজিয়ে বাবুর পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়।
তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় নড়াইল সদর থানাধীন তুলারামপুর এলাকা থেকে লিঙ্কনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকার একটি ডোবা থেকে বাবুর লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু।