রাজধানীতে ছাত্র সমন্বয়ক পরিচয়ে একটি বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
গত মঙ্গলবার (২২ অক্টোবর) উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে আসামি মো. মারুফ হাসান পল্লব (৩২) এবং বুধবার (২৩ অক্টোবর) উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ১৪ ভরি স্বর্ণালংকার, ১ লাখ টাকা, একটি পাসপোর্ট ও লুটে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর ছাত্র সমন্বয়ক পরিচয়ে ৯-১০ জন যুবক উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউ রোডের একটি বাসার ম্যানেজারকে জিম্মি করে ছয়তলার ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় তাঁরা ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরা খুলে ফেলেন এবং ফ্ল্যাটে অবৈধ অস্ত্র ও টাকা আছে বলে দাবি করেন।
এরপর পুলিশ ও সেনাবাহিনীর কাছে সোপর্দ করার হুমকি দিয়ে ফ্ল্যাটের মালিক মমতাজ শাহানারার কাছে ২৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃত জানালে ওই যুবকরা ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যান। এ ঘটনায় গত ২০ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলা তদন্তের এক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়।
গত মঙ্গলবার ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মো. মারুফ হাসান পল্লবকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও লুটের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে অপর আসামি আব্দুল্লাহ আল মামুন সজিবকে ১ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।