পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০০টি ইয়াবা বড়ি ও দুটি ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া (৫৫) চিহ্নিত মাদক কারবারি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন জানান, খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা ও ফেনসিডিল সংগ্রহ করে পিরোজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। তাঁর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করা হয়েছে।