স্ত্রীকে হত্যার অভিযোগে মো. রাসেল হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ফরিদপুর এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা এলাকায়।
পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশ জানায়, গত সোমবার (২১ অক্টোবর) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার রেললাইনের ওপর থেকে ভুক্তভোগী শিলা খাতুনের (২০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পোরাদহ রেলওয়ে থানায় মামলা করা হয়।
তদন্তকালে জানা যায়, দাম্পত্য কলহের জেরে শিলাকে হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে রাখেন তাঁর স্বামী রাসেল। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।