রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা-পুলিশের অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা বাইসাইকেল।
বুধবার (২৩ অক্টোবর) নগরীর কর্ণহার ও দামকুড়া থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. বিশাল (২০), মো. তানজীম আহমেদ (২০), মো. নাঈম হোসেন (২০) ও মো. সাঈদ হাসান শান্ত (২১)। তাঁদের প্রত্যেকের বাড়ি নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায়।
দামকুড়া থানা-পুলিশ জানায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে দামকুড়া থানাধীন তালুকপাড়ায় ছিনতাইয়ের শিকার হন হাবিব নামের এক ব্যক্তি। এ সময় দুই মোটরসাইকেলে এসে তাঁর বাইসাইকেল নিয়ে কর্ণহার থানাধীন সল্লাপাড়ার দিকে চলে যান চার ছিনতাইকারী। বিষয়টি পরিচিত এক ব্যক্তিকে জানান হাবিব। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে সল্লাপাড়ার বটতলা মোড়ে দুই ছিনতাইকারীকে সাইকেলসহ আটক করেন ওই ব্যক্তি। তবে অপর দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যান।
খবর পেয়ে কর্ণহার থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে হেফাজতে নেয়। পরে তাঁদের দামকুড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। দামকুড়া থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।