পুলিশি হেফাজতে আসামিরা এবং উদ্ধার করা সরঞ্জাম। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরের একটি স্টুডিও থেকে মালপত্র চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে একটি ভিডিও ক্যামেরা, জুম লেন্স, গ্রাফিক্স ট্যাবলেট ও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন।

গ্রেপ্তার আসামিরা হলেন কক্সবাজারের চকরিয়া থানা এলাকার মো. নোমান (২০) ও মোবারক আলী (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার রাজ সোহেল (৩৭)।

সিআইডি জানায়, গত ১২ অক্টোবর সকালে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার তারবিয়া একাডেমির স্টুডিও থেকে মূল্যবান সরঞ্জাম চুরি যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী। তদন্তের এক পর্যায়ে সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের একটি দল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।