রাজধানীতে ইলেকট্রনিকসের দোকানে চুরির অভিযোগে চোরাই মালপত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা-পুলিশ।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন মো. বশির (২৮), মো. জাবেদ (৩০) ও মো. জুয়েল (৩২)।
হাজারীবাগ থানা-পুলিশ জানায়, গত জানুয়ারি মাসে হাজারীবাগ বাজারের মসজিদ মার্কেটের গোল্ডেন প্লাস ইলেকট্রনিকস নামের একটি দোকানের চাল কেটে পাঁচটি টেলিভিশন, একটি সিসিটিভি ক্যামেরা ও টাকাসহ বেশ কিছু মালপত্র চুরি করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় মামলা করেন দোকানের মালিক। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি বশিরের অবস্থান শনাক্ত করা হয়।
এরপর মঙ্গলবার কামরাঙ্গীচরের মাহাদীনগরের একটি বাসা থেকে বশিরকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি টেলিভিশন উদ্ধার এবং অপর আসামি জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজারীবাগের বোরহানপুরের একটি বাসা থেকে জুয়েলকে গ্রেপ্তার এবং তাঁর কাছ থেকে তিনটি টেলিভিশন উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।