যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) কোতোয়ালি থানাধীন পুলেরহাট সংলগ্ন যশোর-বেনাপোল মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. রুবেলের (৩২) বাড়ি যশোরের শার্শা থানা এলাকায়।
ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।