পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারজনকে হত্যার অভিযোগে করা মামলার আসামি বাড্ডা থানা শ্রমিক লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পিন্টুকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর উত্তর বাড্ডার স্বাধীনতা সরণির বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বাড্ডা থানা-পুলিশ।

বাড্ডা থানা-পুলিশ জানায়, গত ১৯ ও ২০ জুলাই এবং ৫ আগস্ট বাড্ডা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়। পিন্টু ওই হামলায় সক্রিয়ভাবে অংশ নেন। তাঁদের হামলায় হাফিজুল, সুমন শিকদার, সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া নিহত হন এবং রুবেল মিয়া গুরুতর আহত হন।

হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় গত ২০ ও ২১ আগস্ট বাড্ডা থানায় পৃথক মামলা হয়। মো. সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় গত ১ ও ২৯ সেপ্টেম্বর বাড্ডা থানায় দুটি মামলা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর ভুক্তভোগী রুবেল মিয়া বাড্ডা থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

বাড্ডা থানা-পুলিশ জানায়, মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।