নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে চাটখিল থানা-পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) চাটখিল থানা এলাকা থেকে আসামি শুভকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি চাটখিল থানা এলাকায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, আসামির কাছ থেকে মোট চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।