রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে দারুসসালাম থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৮), মো. সবুজ মিয়া (২০), মো. কাউছার (২৬) ও মো. ওসমান গনি (২৫)।
তাঁদের কাছ থেকে আটটি চাকু, পাঁচটি রামদা, চারটি হাসুয়া জব্দ করা হয়েছে।
দারুসসালাম থানা-পুলিশ জানায়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮-১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট আইনে মামলা করে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।