পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

এক নারীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (১৮ অক্টোবর) সিআইডি জানায়, বরিশালের বাবুগঞ্জ থানা এলাকা থেকে আসামি রাশেদুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ থানা এলাকায়।

সিআইডি জানায়, ২০২১ সালের নভেম্বরে ভুক্তভোগী নারীর মেসেঞ্জারে একটি লিঙ্ক আসে। তাতে ক্লিক করে ফেসবুক আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তিনি। এর ফলে তাঁর ফেসবুক হ্যাকারের দখলে চলে যায়। এরপর হ্যাকার ওই নারীর ব্যক্তিগত ছবি তাঁর স্বজনদের কাছে পাঠানোর হুমকি দিয়ে অর্থ দাবি করেন। এরপর বিভিন্ন সময় তাঁর কাছ থেকে অর্থ আদায় করেন।

এক পর্যায়ে ভুক্তভোগী ধানমন্ডি থানায় মামলা করেন এবং সিআইডির সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানান। তদন্তের এক পর্যায়ে বরিশালের বাবুগঞ্জ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ফোন, ল্যাপটপ, পেনড্রাইভ ও সিমকার্ড। আসামিকে ধানমন্ডি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় সিআইডি।