ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকার গোয়ালবাড়ী মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. সাজেদুল ইসলামের (২৭) বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এলাকায়।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল পিপিএম জানান, ২০২১ সালের ৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করেন সাজেদুল ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় মামলা করেন ভুক্তভোগীর ছেলে। শুনানি শেষে ২০২৩ সালের ১০ জুলাই সাজেদুলসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। এরপর থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন তিনি।
পুলিশ সুপার জানান, সরকার পতনের পর গত ৬ আগস্ট ২০২৪ তারিখ কাশিমপুর কারাগারে হামলার পর জেল থেকে পালিয়ে যান সাজেদুল। এ ঘটনায় গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা করা হয়। তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।