নোয়াখালীতে ১৬ ঘণ্টা জিম্মি অবস্থায় আটকে থাকা একটি পরিবারের সদস্যদের উদ্ধার করেছে সুধারাম থানা-পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদর থানাধীন নোয়াখালী সরকারি কলেজ রোডের সাতানী পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা জানান, কলেজ রোডের সাতানী পুকুরপাড় এলাকার রুবেলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁদের বাড়ির বাইরে থেকে তালা দিয়ে ১৬ ঘণ্টা আটকে রাখে। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সুধারাম থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল জানান, পাওনা টাকা আদায় করতে কাউকে বাড়িতে আটকে রাখা অপরাধ। রুবেল নামের এক ব্যক্তির নেতৃত্বে কিছু বেসরকারি এনজিওকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।