পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

উপসহকারী কৃষি কর্মকর্তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে এসএস স্টিল লিমিটেড কোম্পানির মহাব্যবস্থাপক পরিচয়ে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি মনিরুজ্জামান মনিকে (২৯) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ লাখ ৬৯ হাজার টাকা।

ডিএমপি ডিবি জানায়, গত ১২ সেপ্টেম্বর আসামি মনিরুজ্জামান মনি এসএস স্টিল লিমিটেড কোম্পানির মহাব্যবস্থাপক পরিচয় দিয়ে আকাঙ্ক্ষা গ্রুপের মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ফোনে কথা বলেন। গত ২৫ সেপ্টেম্বর রড সরবরাহের কথা বলে ভুক্তভোগীকে এসএস স্টিল কোম্পানির নামে খোলা একটি অ্যাকাউন্টে ৮০ লাখ টাকা পাঠাতে বলেন তিনি।

উদ্ধার করা টাকা। ছবি : বাংলাদেশ পুলিশ

দীর্ঘদিন ধরে এসএস স্টিল লিমিটেডের সঙ্গে লেনদেন থাকায় ও অ্যাকাউন্টটি এসএস স্টিলের নামে হওয়ায় মনিরুজ্জামানের দেওয়া অ্যাকাউন্টে তিনি ৮০ লাখ টাকা পাঠান। তবে রড না পেয়ে তিনি এসএস স্টিল লিমিটেডের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করা হয়।

ডিএমপি ডিবি জানায়, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পাঁচটি প্রতারণার মামলা এবং এসব মামলায় তিনটি গ্রেপ্তারি পরোয়ানা আছে।