কিশোরগঞ্জের কটিয়াদী থানা-পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে কটিয়াদী থানাধীন কটিয়াদী-ভৈরব সড়কের চরিয়াকোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকার মো. শফিকুল ইসলাম (৩০) ও মো. জামাল মিয়া (২৩)।
কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদল জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।