উদ্ধার করা নারী ও শিশুরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহী নগরী থেকে নিখোঁজ দুই শিশু ও দুই নারীকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা-পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

আরএমপির উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) অনির্বান চাকমা জানান, গত ২২ সেপ্টেম্বর রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন বসুয়া এলাকা থেকে দুই শিশু সন্তানসহ দুই নারী নিখোঁজ হন। এ ঘটনায় রাজপাড়া থানায় জিডি করা হয়।

তিনি জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁদের উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ায় তাঁদের পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।