পুলিশি হেফাজতে জব্দ করা ভারতীয় শাড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন শমশেরনগর পুলিশ ফাঁড়ির অভিযানে ৯০টি অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কমলগঞ্জ থানাধীন শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে এসব শাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা রেখেই পালিয়ে যান চালক। পরে ওই অটোরিকশায় তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৯০টি ভারতীয় শাড়ি। এ ঘটনায় কমলগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।