কুড়িগ্রামের ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে ৬০ বোতল এস্কাফ সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া থানা এলাকার মোছা. বন্যা আক্তার সুমি (২৪) এবং সান্তাহার পৌর এলাকার মোছা. দুলালী আক্তার (২৯) ও মোছা. রেনুকা বেগম (৫৮)।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী জানান, শরীরে বিশেষ কায়দায় প্যাঁচিয়ে এস্কাফ সিরাপ পাচার করছিলেন গ্রেপ্তার তিন আসামি। তাঁদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।