যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একটি চাইনিজ কুড়ালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) যশোরের কোতোয়ালি থানাধীন সোনালী ব্যাংক করপোরেট শাখার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন যশোরের কোতোয়ালি থানা এলাকার সোহাগ (১৯), হৃদয় (১৯) ও মাহিন খাঁন তপু (১৯)।
ডিবি যশোরের এসআই মো. শাহিনুর রহমান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।