
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
শনিবার (১২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও কচাকাটা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতা ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন।
এ ছাড়া যথাসময়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান জানান তাঁরা।