কুড়িগ্রামের রাজারহাটে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম সদর ও উলিপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন রাজারহাট থানা এলাকার শাহীন আলম (৩০) এবং উলিপুর থানা এলাকার মো. লাভলু মিয়া (২৯)।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, শনিবার সকালে অভিযুক্ত শাহীন আলম তাঁর ফেসবুক আইডিতে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন। বিষয়টি নজরে আসামাত্রই তথ্য ও প্রযুক্তির সহায়তায় কুড়িগ্রাম সদর থানা এলাকা থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত লাভলুকে উলিপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তার তদন্ত চলছে।