জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

নাটোর সদর থানা-পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে নাটোর সদর থানাধীন বনবেলঘড়িয়া- হরিশপুর সড়কের তেবাড়িয়া রেলক্রসিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আবু বক্করের (২২) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায়। অপর দুই আসামি পালিয়ে গেছেন।

নাটোর সদর থানার এসআই মো. মাসুদ রানা জানান, শুক্রবার সন্ধ্যায় নাটোর সদর থানাধীন বনবেলঘড়িয়া এলাকার পশ্চিম বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় থামার সংকেত অমান্য করে তেবাড়িয়া বাজারের দিকে পালিয়ে যায় একটি প্রাইভেট কার। পরে বনবেলঘড়িয়া-হরিশপুর সড়কের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে খবর মেলে।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেট কারের চালক মো. আবু বক্করকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে গাড়িতে থাকা অপর দুই আসামি কৌশলে পালিয়ে গেছেন। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা করা হয়েছে।