পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে
তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) নামের একজনকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা-পুলিশ।

গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঘটনাস্থল থেকে চারজন এবং শুক্রবার (১১ অক্টোবর) মালিবাগ এলাকা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্দুল লতিফ (৪৬), মো. কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের ডি ব্লকের ৪ নম্বর সড়কের একটি ভবন নির্মাণের জন্য প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেড নামের একটি আবাসন কোম্পানির সঙ্গে চুক্তি হয় জমির মালিকপক্ষের। ফ্ল্যাটের অংশ বুঝিয়ে দেওয়া নিয়ে জমির মালিক ও আবাসন কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর ওই আবাসন কোম্পানির লোকজন এবং জমির মালিকদের হাতাহাতি হয়। এতে তানজিল জাহান ইসলাম তামিম (৩৩) নামের একজন গুরুতর আহত হন। পরে তামিমকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি জানান, খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরই মধ্যে এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড আবেদন করে গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।