পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা অস্ত্র ও গুলি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর খিলক্ষেতে বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি ও বিপুল পরিমাণ মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গত মঙ্গলবার (৮ অক্টোবর) খিলক্ষেতের লেকসিটির কনকর্ড ছায়ানীড় নামক একটি বহুতল ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন নাফিজ মোহাম্মদ আলম, মো. সুজন মিয়া ও মো. রমজান আলী। তাঁদের মধ্যে নাফিজের বিরুদ্ধে চারটি এবং সুজনের বিরুদ্ধে একটি মামলা আছে।

পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪৮টি গুলি, একটি সিগনাল লাইট, একটি ওয়াকিটকি, ৯টি মোবাইল ফোন, বিভিন্ন ব্রান্ডের ১৭ লিটার বিদেশি মদ, ৩ লিটার বিয়ার এবং ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

ওসি জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।