পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়া প্রবাসী নারীর মামলায় এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৯ অক্টোবর) ভোরের দিকে যশোরের অভয়নগর থানাধীন গোয়াখোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি আব্দুস সালাম ওরফে শামীম মন্ডলের বাড়ি যশোরের মণিরামপুর থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।

ডিবি যশোরের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন শামীম। এরপর তাঁকে বিদেশে পাঠিয়ে দেন। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে দেশে ফিরে আসেন তিনি। এরপর যশোরের কোতোয়ালি থানায় মামলা করেন।

তিনি আরও জানান, তদন্তের এক পর্যায়ে বুধবার অভয়নগর থানাধীন গোয়াখোলা থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে জব্দ করা হয় তিনটি জাতীয় পরিচয়পত্র। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।