
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের বিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সব থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।