সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী দুজন। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী দুই ব্যক্তিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে ১৫১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গত সোমবার (৭ অক্টোবর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ জেলা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দুজন, সিআর পরোয়ানাভুক্ত চারজন, জিআর পরোয়ানাভুক্ত একজন, সাজা পরোয়ানাভুক্ত চারজন, বিশেষ ক্ষমতা আইনে দুজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন এবং অন্যান্য মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।