সিরাজগঞ্জের তাড়াশ থানাধীন তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আব্বাছ উজ জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির তিন বছর পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিরাজগঞ্জ। এ ঘটনায় গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত রোববার (৬ অক্টোবর) পিবিআই সিরাজগঞ্জের ইনচার্জ পুলিশ সুপার এম এন মোর্শেদ পিপিএম জানান, গ্রেপ্তার আসামির নাম মো. আব্দুর রাজ্জাক (৪৮)। তাঁর বাড়ি তাড়াশ থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে তিনটি ডাকাতি, একটি হত্যা, একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা আদালতে বিচারাধীন।
তিনি জানান, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে সিরাজগঞ্জের তাড়াশ থানাধীন তালম ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান মো. আব্বাছ উজ জামানের বাড়িতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ ডাকাতি করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ সময় ভুক্তভোগীর হাত-পা বেঁধে ৪৩ ভরি ৬ আনা স্বর্ণালংকার এবং ২ লাখ ৪০ হাজার টাকা লুট করেন। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা করেন তিনি। কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআই সিরাজগঞ্জকে।
তিনি আরও জানান, তদন্তের এক পর্যায়ে আসামি মো. রমজান আলী ওরফে আলমকে (৪৪) গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায়। গত ৫ এপ্রিল তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতকে তিনি জানান, মো. আব্দুর রাজ্জাক ওই ডাকাতির মূল পরিকল্পনাকারী এবং তাঁর সঙ্গে অজ্ঞাতপরিচয় কয়েকজন ছিলেন।
পুলিশ সুপার এম এন মোর্শেদ পিপিএম জানান, তদন্তের এক পর্যায়ে জানা যায়, আসামি রাজ্জাক আরেকটি ডাকাতি মামলায় কারাগারে বন্দি। পরে তাঁকে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৩ অক্টোবর আদালতে উত্থাপন করা হয়। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং জড়িত অপর আসামিদের পরিচয় প্রকাশ করেন। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।