নোয়াখালীতে মুর্শিদা বেগম (৫২) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর স্বামী মো.বাচ্চু মিয়াকে (৬৫) গ্রেপ্তার করেছে সুধারাম থানা-পুলিশ।
রোববার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে নোয়াখালী সদর উপজেলার নিত্যানন্দপুর গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো.বাচ্চু মিয়া (৬৫) নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বাচ্চু ও মুর্শিদা দম্পতির চার ছেলে আছে। তবে তাঁরা কেউ বাড়িতে থাকেন না। সকালে আমেনা বেগম নামের এক প্রতিবেশী মুর্শিদার লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুর্শিদার লাশ উদ্ধার করে এবং বাচ্চুকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মুর্শিদাকে গলা কেটে হত্যা করেন বাচ্চু। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।