যশোরের বাঘারপাড়া থানা-পুলিশের অভিযানে ৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) যশোর-নড়াইল মহাসড়কের চাড়াভিটা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন যশোরের শার্শা থানা এলাকার মাহাতাব ফকির (৩৪) ও মো. সাইফুল ইসলাম (৩৩)।
বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ কুমার মন্ডল জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ফেনসিডিল পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। বাসটি ঘটনাস্থলে এলে তাতে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।