খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অপরাধ পর্যালোচনা সভা রোববার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। কেএমপি হেডকোয়ার্টাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে কি না, তা নজরদারির নির্দেশনা দেন কেএমপি কমিশনার। এ ছাড়া সন্ত্রাস, মাদক, মানব পাচার, চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ এবং গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা নিবিড়ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা এবং পেশাগত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে পুলিশ সদস্যদের নগদ টাকা ও সার্টিফিকেট দেওয়া হয়।
কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) মোল্লা জাহাঙ্গীর হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।