ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
গত শনিবার (৫ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ২ নম্বর প্লাটফর্মে অবস্থানরত নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেন থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুব্রত বিশ্বাস জানান, ট্রেনের বগি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।