ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৪ লিটার চোলাই মদসহ পাচঁ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে পল্লবী থানাধীন সেকশন ১১ নম্বরের লালমাটিয়া এলাকার পাবলিক টয়লেটের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. মনির হোসেন সোহেল, মো. আমির হোসেন, মো. রাসেল, মো. ওয়াহিদ ও মো. মানিক সিরাজ।
পল্লবী থানা-পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চোলাই মদ বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।